রাজবাড়ী ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা-চায়ের কাপে সন্ধ্যার রঙ,কবি-সালাম তাসির

চায়ের কাপে সন্ধ্যার রঙ

সালাম তাসির

———————————————

চায়ের কাপে সন্ধ্যার রঙ

হেমন্ত ছুঁই ছুঁই সর্পিল আঁধার

গলিপথে হামাগুড়ি দেয় নবান্নের শৈশব

রাত পোহালেই কনকচাঁপায় মুগ্ধ ভোর।

পাহাড়ি মন দার্জিলিং থেকে কাঞ্চনজংঘা

নবীন হাওয়ায় স্বপ্ন ওড়ে 

রাতের সব তারা নিভে গেলে 

পা বাড়াই শিশির ভেজা অনিমেষ পথে।

পথের শেষে

আততায়ীর হাতে ভালোবাসার মৃত্যু হলে

প্রেমের সমাধি সৌধে জ্বলে ওঠে হাজার প্রদীপ

বার বার ফিরে আসে প্রেম

প্রেমময় প্রাণের কাছে।

কেন এমন হয়? ভালোবাসা অন্ধ হলে

সহসাই বন্ধ করি চোখ, মনে হয় অন্ধ পৃথিবী

স্মৃতি রোমন্থনে তোমার অতৃপ্ত আত্মার সরল উচ্চারণ 

যে প্রাণে প্রেম নেই সে প্রাণ আততায়ীর।

আজ কোজাগরি পূর্ণিমায় উঠোন ভর্তি রূপালি চাঁদ

প্রিয়তমা কী ছন্নছাড়া জীবন আমার !

চায়ের কাপে ঠোঁট রাখতেই তুমি বলতে

ভালোবাসায় উষ্ণতা যতদিন ততদিনই জীবন।

Tag :

কবিতা-চায়ের কাপে সন্ধ্যার রঙ,কবি-সালাম তাসির

প্রকাশিত : ০৪:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

চায়ের কাপে সন্ধ্যার রঙ

সালাম তাসির

———————————————

চায়ের কাপে সন্ধ্যার রঙ

হেমন্ত ছুঁই ছুঁই সর্পিল আঁধার

গলিপথে হামাগুড়ি দেয় নবান্নের শৈশব

রাত পোহালেই কনকচাঁপায় মুগ্ধ ভোর।

পাহাড়ি মন দার্জিলিং থেকে কাঞ্চনজংঘা

নবীন হাওয়ায় স্বপ্ন ওড়ে 

রাতের সব তারা নিভে গেলে 

পা বাড়াই শিশির ভেজা অনিমেষ পথে।

পথের শেষে

আততায়ীর হাতে ভালোবাসার মৃত্যু হলে

প্রেমের সমাধি সৌধে জ্বলে ওঠে হাজার প্রদীপ

বার বার ফিরে আসে প্রেম

প্রেমময় প্রাণের কাছে।

কেন এমন হয়? ভালোবাসা অন্ধ হলে

সহসাই বন্ধ করি চোখ, মনে হয় অন্ধ পৃথিবী

স্মৃতি রোমন্থনে তোমার অতৃপ্ত আত্মার সরল উচ্চারণ 

যে প্রাণে প্রেম নেই সে প্রাণ আততায়ীর।

আজ কোজাগরি পূর্ণিমায় উঠোন ভর্তি রূপালি চাঁদ

প্রিয়তমা কী ছন্নছাড়া জীবন আমার !

চায়ের কাপে ঠোঁট রাখতেই তুমি বলতে

ভালোবাসায় উষ্ণতা যতদিন ততদিনই জীবন।