
স্টাফ রিপোর্টার

আজ ১১ এপ্রিল২০২৫ সকাল ১০ ঘটিকায় শিল্পকলা একাডেমী রাজবাড়ীর কালচারাল অফিসার এর কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ এর আহব্বানে অনুষ্ঠিত এ সভায় ১লা বৈশাখ উদযাপন কর্মসূচি ও পরিবেশনা নিয়ে বিভিন্ন সাংস্কৃতির সংগঠনের সাথে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করা হয়। এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে, ১৪ তারিখে যে সমস্ত সংগঠন পরিবেশনায় থাকবে, শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদ রাজবাড়ী জেলা শাখা, বাংলাদেশ শিশু একাডেমী রাজবাড়ী, সাংস্কৃতিক সংঘ রাজবাড়ী,মুক্তা আনন্দ রাজবাড়ী,বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা রাজবাড়ী, দিব্য নৃত্যকলা রাজবাড়ী,মামুন খান সংগীত একাডেমী রাজবাড়ী, দ্বিতীয় দিন ১৫ তারিখ যেসব সংগঠন পরিবেশনায় থাকবে, রাজবাড়ী শিশু কিশোর সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষা পরিষদ, উদীচী শিল্প গোষ্ঠী রাজবাড়ী, দোলনচাঁপা সংগীতাঙ্গন রাজবাড়ী, জামাল হাবিব স্মৃতি পরিষদ রাজবাড়ী, নাট্য নন্দন রাজবাড়ী, আবোল তাবোল শিশু সংগঠন রাজবাড়ী, লালন বাউল একাডেমী রাজবাড়ী, আপন শিল্পী গোষ্ঠী রাজবাড়ী, তৃতীয় ও সমাপনী দিন ১৬ তারিখে পরিবেশনায় থাকবে, নজরুল সংগীত শিল্পী পরিষদ রাজবাড়ী, প্রিয়তমাসু আবৃত্তি নিকেতন রাজবাড়ী, মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখা, চারণ থিয়েটার রাজবাড়ী, স্বদেশনাট্যঙ্গন রাজবাড়ী, গহন থিয়েটার রাজবাড়ী ,প্রত্যাশা থিয়েটার রাজবাড়ী।প্রতিদিন বিকেল চারটা থেকে অনুষ্ঠান শুরু হবে চলবে রাত ৮:৩০ টা পর্যন্ত অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।