
বালিয়াকান্দিতে বিএনপি নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন
গোলাম শওকত সিরাজ
ইমদাদুল হক রানা ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া।
সোমবার (০১ এপ্রিল) সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজের নিজস্ব বাসভবনে ১নং ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাজেদুল ইসলাম ইদ্রিসের নেতৃত্বে দলটির ৯ ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীগণ উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজকেও ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রকিসহ প্রতিনি ওয়ার্ড বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাজেদুল ইসলাম ইদ্রিস বলেন, দীর্ঘ একমাসের সিয়াম সাধনার পর আজ মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সুন্দর সুষ্ঠভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সকলে এই উৎসব পালন করেছে। আমরা আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের নেতাকে ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি। নেতাও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় ও দেশের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে দীর্ঘ অনেক বছর পর নেতাকর্মীদের সাথে এমন ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়েছে। ঈদ শুভেচ্ছার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন যাতে সুন্দরভাবে করতে পারি সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আগামীর নির্বাচন হবে তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ। আমাদের নেতাকর্মীদের দ্বারা সাধারণ ভোটারগণ কষ্ট পায় এমন কাজ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখনই সাধারণ ভোটারদের আস্থা অর্জনে কাজ করে যেতে হবে বলেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।