
কবিতা : চোখ চাতুর্যে
মারিয়া শাইরি
চোখ -চাতুর্যে পড়েছে ধরা রাত জাগা তার আঁখি
শখের বশে বায়না করেছিল আমি তোমার প্রেমপাখি ।
সবারই তো সবাই আছে তোমার নেই কেউ
তাই তো আমার হৃদয় গাঙে বাড়ে শুধু ঢেউ !
দ্বিধাজ্বরে জ্বলছি আমি ,কাঁপছি মরণ শীতে
বিষন্ন মনের থেমেছে কথা ,তোমার নামের গীতে ।
বসনে প্রণয় উদাস আমি ,বাতাস গাইছে গান
সাগর জলে ঢেউয়ের খেলা রৌদ্র রেখেছে মান।
দ্রোহ প্রেম আর জাগে না গলায় ফাঁসের দড়ি
শেষ দিনেতে পাশে থেকো দিয়ে তুমি বেরী।
উন্মুক্ত করো রাতের আঁধার জোৎস্নার কাছে এসে ;
সুখের দুয়ারে তালা দিও দুঃখকে ভালোবেসে ।
চিত্তাকর্ষক হইনা তুমি পাখিকে সাথে রেখো ,
পড়লে মনে আমাকে আবার সমাধি জুড়ে থেকো ।
কবিতা: চোখ চাতুর্যে
লেখক : মারিয়া শাইরি