রাজবাড়ী ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে ৪ দালাল আটক রাজবাড়ীর রতন ক্লিনিকে অপারেশন বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য বিভাগ। রাজবাড়ীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি রাজবাড়ীতে সদ্যপ্রয়াত বিশিষ্ট সংস্কৃতি কর্মী ও ক্রীড়াবিদ রেজাউল করিম আরজুর স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান রাজবাড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু কবিতা-রক্তে ভেজা শিকাগোর রাজপথ রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা রাজবাড়ীতে পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার  রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জামালপুর ইউনিয়ন বিএনপির  জনসভা  গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

রাজবাড়ীর রতন ক্লিনিকে অপারেশন বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য বিভাগ।

 

রাজবাড়ীর রতন ক্লিনিকে অপারেশন বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য বিভাগ।

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

 

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত বেসরকারি ডা. রতন ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

ঘটনার পর জেলা স্বাস্থ্য বিভাগ গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার (৬ মে) রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায়, ক্লিনিকটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের অপারেশন কার্যক্রম স্থগিত রাখতে হবে। ভবিষ্যতে ক্লিনিকের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন কমিটির সুস্পষ্ট মতামত এবং পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জানা গেছে, গত ২৩ এপ্রিল রাতে ওই ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন শাহানা বেগম (৩০)। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা সাঈদ সরদারের মেয়ে। তার স্বামীর নাম ওমর ফারুক, বাড়ি পাবনার ঢালারচরে।

এ ঘটনার পর ২৭ এপ্রিল জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ছিলেন ডা. রত্না পোদ্দার (গাইনি অ্যান্ড অবস), সদস্য ছিলেন ডা. প্রদীপ কান্তি পাল (এনেসথেসিয়া) এবং ডা. মো. সোহেল শেখ (মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস)। তদন্তে ক্লিনিকের নোংরা পরিবেশ, অপারেশন থিয়েটারে অনিয়ম এবং চিকিৎসা কার্যক্রমে গাফিলতির অভিযোগ উঠে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও রতন ক্লিনিকে একাধিকবার ভুল চিকিৎসা ও অপারেশনের কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই এসব অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। মৃত প্রসূতির পরিবার দাবি করেছে, ঘটনার পর তাদের ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, এই ক্লিনিকে অহরহ এমন মৃত্যুর ঘটনা ঘটে আসছে। ফলে দুর্নাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।

Tag :

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে ৪ দালাল আটক

রাজবাড়ীর রতন ক্লিনিকে অপারেশন বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য বিভাগ।

প্রকাশিত : ০৭:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

রাজবাড়ীর রতন ক্লিনিকে অপারেশন বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য বিভাগ।

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

 

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত বেসরকারি ডা. রতন ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির অপারেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

ঘটনার পর জেলা স্বাস্থ্য বিভাগ গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার (৬ মে) রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায়, ক্লিনিকটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের অপারেশন কার্যক্রম স্থগিত রাখতে হবে। ভবিষ্যতে ক্লিনিকের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন কমিটির সুস্পষ্ট মতামত এবং পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জানা গেছে, গত ২৩ এপ্রিল রাতে ওই ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন শাহানা বেগম (৩০)। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা সাঈদ সরদারের মেয়ে। তার স্বামীর নাম ওমর ফারুক, বাড়ি পাবনার ঢালারচরে।

এ ঘটনার পর ২৭ এপ্রিল জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ছিলেন ডা. রত্না পোদ্দার (গাইনি অ্যান্ড অবস), সদস্য ছিলেন ডা. প্রদীপ কান্তি পাল (এনেসথেসিয়া) এবং ডা. মো. সোহেল শেখ (মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস)। তদন্তে ক্লিনিকের নোংরা পরিবেশ, অপারেশন থিয়েটারে অনিয়ম এবং চিকিৎসা কার্যক্রমে গাফিলতির অভিযোগ উঠে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও রতন ক্লিনিকে একাধিকবার ভুল চিকিৎসা ও অপারেশনের কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই এসব অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। মৃত প্রসূতির পরিবার দাবি করেছে, ঘটনার পর তাদের ৪ লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, এই ক্লিনিকে অহরহ এমন মৃত্যুর ঘটনা ঘটে আসছে। ফলে দুর্নাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।