রাজবাড়ী ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বালিয়াকান্দিতে মাটির ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে  মোটরসাইকেল আরোহীর মৃত্যু।  বালিয়াকান্দিতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ রাজবাড়ীতে একদিনে আওয়ামীলীগের চার নেতা গ্রেফতার রাজবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপিত রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে ৪ দালাল আটক রাজবাড়ীর রতন ক্লিনিকে অপারেশন বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য বিভাগ। রাজবাড়ীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি রাজবাড়ীতে সদ্যপ্রয়াত বিশিষ্ট সংস্কৃতি কর্মী ও ক্রীড়াবিদ রেজাউল করিম আরজুর স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান রাজবাড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু কবিতা-রক্তে ভেজা শিকাগোর রাজপথ

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে ৪ দালাল আটক

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে ৪ দালাল আটক

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী বিআরটিএতে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার সময় চারজন গ্রেফতার।

বুধবার (৭ মে) দুপুরে আকস্মিকভাবে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার সময় চার দালালকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আটকরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে মো. আশিক খান, কাজীবাধা বেথুলিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. আকরামুজ্জামান, গোপিনাথদিয়া গ্রামের রহমত আলী মৃধার ছেলে মো. লিয়াকত আলী মৃধা ও পীরতলা কাজীকান্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মনসুর আহমেদ।

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, আমরা সকাল থেকে ছদ্মবেশে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির নানা তথ্য-উপাত্য সংগ্রহ করি। এতে দেখা যায়, ৪ দালাল অফিসের ভেতরে চেয়ার টেবিলে বসেই ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়াসহ তাদের দালালি কার্যক্রম পরিচালনা করছেন। এসময় হাতেনাতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭২ হাজার ৪২০ টাকা।

আটক দালালদের সঙ্গে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের কোনো যোগসাজশ পাওয়া গেছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে মোস্তাফিজ বলেন, ‘এখানে বিআরটিএ কর্তৃপক্ষের সহায়তা ছাড়াতো আর দালালরা অফিস কক্ষ দখল করে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনা। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।

তিনি বলেন ‘আপাতত আটক দালালদের বিআরটিএ কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

এ বিষয়ে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ মোবাইল ফোনে বলেন, ‘আমি এখন থানায় আছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, বুধবার ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জসহ দেশের ৩৫ টি বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারই অংশ হিসেবে রাজবাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

বালিয়াকান্দিতে মাটির ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে  মোটরসাইকেল আরোহীর মৃত্যু। 

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে ৪ দালাল আটক

প্রকাশিত : ০৫:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে ৪ দালাল আটক

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী বিআরটিএতে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার সময় চারজন গ্রেফতার।

বুধবার (৭ মে) দুপুরে আকস্মিকভাবে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার সময় চার দালালকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আটকরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে মো. আশিক খান, কাজীবাধা বেথুলিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. আকরামুজ্জামান, গোপিনাথদিয়া গ্রামের রহমত আলী মৃধার ছেলে মো. লিয়াকত আলী মৃধা ও পীরতলা কাজীকান্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মনসুর আহমেদ।

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, আমরা সকাল থেকে ছদ্মবেশে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির নানা তথ্য-উপাত্য সংগ্রহ করি। এতে দেখা যায়, ৪ দালাল অফিসের ভেতরে চেয়ার টেবিলে বসেই ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়াসহ তাদের দালালি কার্যক্রম পরিচালনা করছেন। এসময় হাতেনাতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭২ হাজার ৪২০ টাকা।

আটক দালালদের সঙ্গে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের কোনো যোগসাজশ পাওয়া গেছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে মোস্তাফিজ বলেন, ‘এখানে বিআরটিএ কর্তৃপক্ষের সহায়তা ছাড়াতো আর দালালরা অফিস কক্ষ দখল করে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনা। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।

তিনি বলেন ‘আপাতত আটক দালালদের বিআরটিএ কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

এ বিষয়ে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ মোবাইল ফোনে বলেন, ‘আমি এখন থানায় আছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, বুধবার ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জসহ দেশের ৩৫ টি বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারই অংশ হিসেবে রাজবাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়।