রাজবাড়ী ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বালিয়াকান্দীতে আলোচনা সভা রাজবাড়ী ট্রেনে কাটা পড়ে মাসুদ নামে যুবকের মৃত্যু রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান, ৩২ ডাক্তারের ১০ জনই অনুপস্থিত পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনে গোয়ালন্দে ভিক্টর ভিলেজকে ২ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তে শুরু হলো শতবর্ষী রামদিয়ায় ঐতিহ্যবাহী মদন মোহন পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ শতবর্ষী উৎসব যাত্রামঞ্চের মহেন্দ্র বাবু আজ জীবনমঞ্চে একাকী খোঁজ রাখেনা কেউ বিশ্ব মা দিবস হাজারীবাগ সুবিধা বঞ্চিত মানুষের উপহার প্রদান করছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। কবিতা_মা ( আতাউর রহমান)

অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তে শুরু হলো শতবর্ষী রামদিয়ায় ঐতিহ্যবাহী মদন মোহন পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ শতবর্ষী উৎসব

অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তে শুরু হলো শতবর্ষী রামদিয়ায় ঐতিহ্যবাহী মদন মোহন পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ শতবর্ষী উৎসব

ইমদাদুল হক রানা:

কলিযুগের পাপাচ্ছন্ন জীবনের মোহ-লোভ, কামনা-বাসনা, হিংসা, অহংকার ও ভোগবিলাস থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচলিত তারকব্রহ্ম মহানাম—যা শ্রবণ, কীর্তন ও স্মরণে জীবকে আলোকিত করে। এই ভাবনাকে কেন্দ্র করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ।
১২ মে সোমবার, বৈশাখী পূর্ণিমা তিথিতে রামদিয়া সার্বজনীন মদনমোহন মন্দির প্রাঙ্গণে এই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে কালুখালী মালিয়াট মদনমোহন মন্দির থেকে মদনমোহন ঠাকুরের বিগ্রহটি পালকিতে করে আনা হয় রামদিয়া ঠাকুরবাড়িতে।
বিকাল ৪টায় শুরু হয় রথযাত্রা। রামদিয়া কালি বাড়ি থেকে রথযাত্রার শুভ সূচনা হয়, যেখানে হাজারো ভক্তবৃন্দ রথের দড়ি ধরে পূর্ণিলাভের আশায় অংশ নেন। এসময় বালিয়াকান্দি থানা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।
শান্তিপূর্ণ পরিবেশে এই ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকেরা। রামদিয়া সার্বজনীন মদনমোহন মন্দিরের সভাপতি সুজয় কুমার পাল বলেন,
“আমরা হিন্দু-মুসলমান নির্বিশেষে সকলের সহযোগিতায় এই উৎসব পালন করে আসছি। প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে এই পুষ্প রথযাত্রা পালিত হয়ে আসছে।”
মন্দিরের সাধারণ সম্পাদক সুমন কুমার পাল বলেন,
“এখানকার অসাম্প্রদায়িক পরিবেশ আমাদের প্রতি বছরই উৎসবটি সফলভাবে পালন করতে সহায়তা করে।”
স্থানীয় অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস জানান, “রামদিয়াবাসী এই দিনটিকে সার্বজনীন হিসেবে বিবেচনা করে, এজন্য আমরা সবাই সতর্ক থাকি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
সাধু-গুরু-বৈষ্ণববৃন্দের কৃপাশীষ এবং ভক্তদের আন্তরিক অংশগ্রহণে রামদিয়ার মাটি আবারও হয়ে উঠেছে ভক্তিময় ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।

Tag :
সর্বাধিক পঠিত

রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তে শুরু হলো শতবর্ষী রামদিয়ায় ঐতিহ্যবাহী মদন মোহন পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ শতবর্ষী উৎসব

প্রকাশিত : ০২:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তে শুরু হলো শতবর্ষী রামদিয়ায় ঐতিহ্যবাহী মদন মোহন পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ শতবর্ষী উৎসব

ইমদাদুল হক রানা:

কলিযুগের পাপাচ্ছন্ন জীবনের মোহ-লোভ, কামনা-বাসনা, হিংসা, অহংকার ও ভোগবিলাস থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচলিত তারকব্রহ্ম মহানাম—যা শ্রবণ, কীর্তন ও স্মরণে জীবকে আলোকিত করে। এই ভাবনাকে কেন্দ্র করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ।
১২ মে সোমবার, বৈশাখী পূর্ণিমা তিথিতে রামদিয়া সার্বজনীন মদনমোহন মন্দির প্রাঙ্গণে এই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে কালুখালী মালিয়াট মদনমোহন মন্দির থেকে মদনমোহন ঠাকুরের বিগ্রহটি পালকিতে করে আনা হয় রামদিয়া ঠাকুরবাড়িতে।
বিকাল ৪টায় শুরু হয় রথযাত্রা। রামদিয়া কালি বাড়ি থেকে রথযাত্রার শুভ সূচনা হয়, যেখানে হাজারো ভক্তবৃন্দ রথের দড়ি ধরে পূর্ণিলাভের আশায় অংশ নেন। এসময় বালিয়াকান্দি থানা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।
শান্তিপূর্ণ পরিবেশে এই ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকেরা। রামদিয়া সার্বজনীন মদনমোহন মন্দিরের সভাপতি সুজয় কুমার পাল বলেন,
“আমরা হিন্দু-মুসলমান নির্বিশেষে সকলের সহযোগিতায় এই উৎসব পালন করে আসছি। প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে এই পুষ্প রথযাত্রা পালিত হয়ে আসছে।”
মন্দিরের সাধারণ সম্পাদক সুমন কুমার পাল বলেন,
“এখানকার অসাম্প্রদায়িক পরিবেশ আমাদের প্রতি বছরই উৎসবটি সফলভাবে পালন করতে সহায়তা করে।”
স্থানীয় অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস জানান, “রামদিয়াবাসী এই দিনটিকে সার্বজনীন হিসেবে বিবেচনা করে, এজন্য আমরা সবাই সতর্ক থাকি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
সাধু-গুরু-বৈষ্ণববৃন্দের কৃপাশীষ এবং ভক্তদের আন্তরিক অংশগ্রহণে রামদিয়ার মাটি আবারও হয়ে উঠেছে ভক্তিময় ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।