রাজবাড়ী ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বালিয়াকান্দীতে আলোচনা সভা রাজবাড়ী ট্রেনে কাটা পড়ে মাসুদ নামে যুবকের মৃত্যু রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান, ৩২ ডাক্তারের ১০ জনই অনুপস্থিত পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনে গোয়ালন্দে ভিক্টর ভিলেজকে ২ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তে শুরু হলো শতবর্ষী রামদিয়ায় ঐতিহ্যবাহী মদন মোহন পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ শতবর্ষী উৎসব যাত্রামঞ্চের মহেন্দ্র বাবু আজ জীবনমঞ্চে একাকী খোঁজ রাখেনা কেউ বিশ্ব মা দিবস হাজারীবাগ সুবিধা বঞ্চিত মানুষের উপহার প্রদান করছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। কবিতা_মা ( আতাউর রহমান)

রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীতে ‌চোর স‌ন্দে‌হে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুর গ্রামে এঘটনা ঘ‌টে।

নিহত ওই যুব‌কের নাম রুপল শেখ (২৭)। সে একই গ্রা‌মের জিন্নাত শেখের ছেলে।

এঘটনায় রা‌তে মামলা দা‌য়ে‌রের পর চার আসা‌মি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। ‌গ্রেপ্তারকৃতরা হ‌লেন- মো. জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মো. মৈজদ্দি বিশ্বাস (৫৫), মো. ফরহাদ বিশ্বাস (৪৫), মো. মুন্নু মোল্লা (৫০)। এরা সবাই রাজাপুর গ্রা‌মের বা‌সিন্দা।

রাজবাড়ী থানার ও‌সি মাহমুদুর রহমা‌ন জানায়, রাজাপুর গ্রামের সামসু‌দ্দিন বিশ্বা‌সের বা‌ড়ি‌ থে‌কে দুই‌দিন আ‌গে পা‌নির মটর চু‌রি হয়। সামসু‌দ্দি‌নের বা‌ড়ির লোকজন রুপল শেখ‌কে চোর স‌ন্দেহ ক‌রে। শুক্রবার সন্ধ্যায় শা‌লি‌সের কথা ব‌লে রুপলকে বা‌ড়ি থেকে ‌ডে‌কে নিয়ে যায় সামসু‌দ্দি‌নের ছে‌লেরা। এরপর ঘ‌রে ব‌ন্দিক‌রে পিটিয়ে আহত করে। রুপ‌লের অবস্থা বেগ‌তিক দে‌খে স্থানীয়র‌া তা‌কে উদ্ধার ক‌রে গ্রাম পু‌লি‌শের সাহা‌য্যে রাজবাড়ী হাসপাতা‌লে পাঠায়। হাসপাতা‌লে ‌নি‌য়ে আসার পর চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রে।

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার(সদর সা‌র্কেল) আবু রা‌সেল ব‌লেন, এঘটনায় নিহ‌ত রুপল শে‌খের মামা কালাম মোল্লা বা‌দি হ‌য়ে ১০ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে শুক্রবার রা‌তে রাজবাড়ী থানায় মামলা দা‌য়ের ক‌রে‌। এরই ম‌ধ্যে ৪ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বা‌কি আসা‌মি‌দের গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।

Tag :
সর্বাধিক পঠিত

রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

প্রকাশিত : ০৮:৩৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীতে ‌চোর স‌ন্দে‌হে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুর গ্রামে এঘটনা ঘ‌টে।

নিহত ওই যুব‌কের নাম রুপল শেখ (২৭)। সে একই গ্রা‌মের জিন্নাত শেখের ছেলে।

এঘটনায় রা‌তে মামলা দা‌য়ে‌রের পর চার আসা‌মি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। ‌গ্রেপ্তারকৃতরা হ‌লেন- মো. জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মো. মৈজদ্দি বিশ্বাস (৫৫), মো. ফরহাদ বিশ্বাস (৪৫), মো. মুন্নু মোল্লা (৫০)। এরা সবাই রাজাপুর গ্রা‌মের বা‌সিন্দা।

রাজবাড়ী থানার ও‌সি মাহমুদুর রহমা‌ন জানায়, রাজাপুর গ্রামের সামসু‌দ্দিন বিশ্বা‌সের বা‌ড়ি‌ থে‌কে দুই‌দিন আ‌গে পা‌নির মটর চু‌রি হয়। সামসু‌দ্দি‌নের বা‌ড়ির লোকজন রুপল শেখ‌কে চোর স‌ন্দেহ ক‌রে। শুক্রবার সন্ধ্যায় শা‌লি‌সের কথা ব‌লে রুপলকে বা‌ড়ি থেকে ‌ডে‌কে নিয়ে যায় সামসু‌দ্দি‌নের ছে‌লেরা। এরপর ঘ‌রে ব‌ন্দিক‌রে পিটিয়ে আহত করে। রুপ‌লের অবস্থা বেগ‌তিক দে‌খে স্থানীয়র‌া তা‌কে উদ্ধার ক‌রে গ্রাম পু‌লি‌শের সাহা‌য্যে রাজবাড়ী হাসপাতা‌লে পাঠায়। হাসপাতা‌লে ‌নি‌য়ে আসার পর চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রে।

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার(সদর সা‌র্কেল) আবু রা‌সেল ব‌লেন, এঘটনায় নিহ‌ত রুপল শে‌খের মামা কালাম মোল্লা বা‌দি হ‌য়ে ১০ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে শুক্রবার রা‌তে রাজবাড়ী থানায় মামলা দা‌য়ের ক‌রে‌। এরই ম‌ধ্যে ৪ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বা‌কি আসা‌মি‌দের গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।