
রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম রুপল শেখ (২৭)। সে একই গ্রামের জিন্নাত শেখের ছেলে।
এঘটনায় রাতে মামলা দায়েরের পর চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মো. মৈজদ্দি বিশ্বাস (৫৫), মো. ফরহাদ বিশ্বাস (৪৫), মো. মুন্নু মোল্লা (৫০)। এরা সবাই রাজাপুর গ্রামের বাসিন্দা।
রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান জানায়, রাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুইদিন আগে পানির মটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রুপল শেখকে চোর সন্দেহ করে। শুক্রবার সন্ধ্যায় শালিসের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দিকরে পিটিয়ে আহত করে। রুপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম পুলিশের সাহায্যে রাজবাড়ী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল বলেন, এঘটনায় নিহত রুপল শেখের মামা কালাম মোল্লা বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে রাজবাড়ী থানায় মামলা দায়ের করে। এরই মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।