
১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের
দাবীতে রাজবাড়ী জেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি ও রাজবাড়ী জেলায় প্রাথমিক শিক্ষা প্রশাসনের শৃংখলা/চেইন অব কমান্ড বজায় রাখার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের গ্রেড ১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের
জোর দাবি আদায়ের লক্ষ্য রাজবাড়ী
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার এর নিকট স্মারকলিপি প্রদান করেন
এসিআর ও ছুটি প্রদানকারী কর্মকর্তা। এক্ষেত্রে ইউএপিইও, প্রধান শিক্ষক একই গ্রেড হওয়াতে তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টি ও চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষার বৈষম্য নিরসনে গঠিত কনসালটেশন কমিটির রিপোর্ট অনুযায়ী শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা এর ৪নং কলামে জনবল এবং আর্থিক ও বস্তুগত সম্পদ ব্যবস্থাপনায় শিক্ষক ও কর্মকর্তাদের পদের গ্রেড উন্নীতকরণের বিষয়ে সুপারিশ করা হয়েছে।
সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসারগণ দীর্ঘদিন যাবৎ এ পদটিকে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবী জানিয়ে আসছে। এই পদটি ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উন্নীতকরণের পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ১৯তম বৈঠকে সুপারিশ ছিল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ২য়, ১৮তম ও ২৫তম বৈঠকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণের সুপারিশ করা হয়েছিল। বিগত ০৬/০৯/২০০৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিধি) এর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউ/টিএপিইও পদটি ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উন্নীত করার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা (সওব্য) অনুবিভাগকে অনুরোধ করা হয়।
কিন্তু ৮ম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ ১৬/০৩/২০০৯ তারিখ একটি ইউও নোট প্রেরণ করেন। তৎপ্রেক্ষিতে সওব্য অনুবিভাগ ১৭/০৩/২০০৯ খ্রি. তারিখের ২৩১ নম্বর স্মারকে
উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১ম শ্রেণিতে উন্নীতকরণ বিষয়ে অর্থ বিভাগের আনুষ্ঠানিক সম্মতিসহ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত ও নিকারের অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়কে পরামর্শ প্রদান করেন। তৎপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় বিগত ১৫/০১/১৩ খ্রি. তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে সার-সংক্ষেপ উপস্থান করেন।
ইউএপিইও এর পদটি ৯ম গ্রেডে উন্নীত করা হলে সরকারের তেমন আর্থিক সংশ্লিষ্টতা এবং বাড়তি বরাদ্দের প্রয়োজন হবে না। কারণ অধিকাংশ ইউএপিইওগণ ১০ম গ্রেড হতে উচ্চতর গ্রেড/টাইম স্কেল/সিলেকশন গ্রেড পেয়ে ইতোমধ্যে ৭ম, ৮ম ও ৯ম গ্রেডে বেতন ও ভাতাদি প্রাপ্ত হচ্ছেন।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি ও প্রাথমিক শিক্ষা প্রশাসনের শৃংখলা/চেইন অব কমান্ড বজায় রাখার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার’ পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড ১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের আশু ব্যবস্থা গ্রহণের জন্য, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার এর মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবর জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার, উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ।