
রাজবাড়ী সময় ডেস্ক:
রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের কোমড় পাড়া গ্রামের শামিম নামের একজন দিনমজুর পেলেন জীবিকা নির্বাহের নতুন আশার আলো। শাওন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে উপহার হিসেবে একটি রিকশা প্রদান করা হয়। রিকশার চাবি শামিমের হাতে তুলে দেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম।
রিকশা পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন শামিম। তিনি কাঁদতে কাঁদতে বলেন, “আজ আমার মনে হচ্ছে ঈদের দিনের মতো খুশি। এই রিকশা আমার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে।”
শাওন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাওন বলেন, “অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারাই আমার সবচেয়ে বড় আনন্দ। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, ততদিন আমি অসহায়দের পাশে থাকার চেষ্টা করবো।”
উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি, আকবর খান, আরিফ শেখ, রাজু, শান্তসহ আরও অনেকে।
এই উদ্যোগটি সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন উপস্থিত সকলে।