
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ. লীগের ১০ নেতা কারাগারে
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হামলা মামলায় আওয়ামী লীগের ১০ নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর বারোটায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত জামিন না মঞ্জুর করে আদালতে আত্মসমর্পণকারী ১০ জনকে কারাগারে পাঠায়। রায় প্রদান করেন -১ নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. তামজিদ আহম্মেদ।
আসামিদের পক্ষে তাদের আইনজীবীর মাধ্যমে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
উল্লেখ্য, গত ৫ আগষ্টে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাজবাড়ী বৈষম্যবিরোধী শিক্ষার্থী হামলা মামলা রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে সদর থানায়। আসামিরা গত ৫ আগস্টের পর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
আসামিরা হলেন, কারাগারে প্রেরণকৃত আসামিদের মধ্যে ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানেল আজম আলী মন্ডল, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, রিংকু, মানিক সরদার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ জন নেতাকর্মী।