
বৈশাখী মেলা
মারিয়া শাইরি
বৈশাখী মেলায় লাল শাড়ি পড়ে যাই
লাল চুড়ি সাদা চুড়ি রঙে রঙে সাজাই ,
মঙ্গল শোভাযাত্রার পেঁচা টিয়া পাখি
নানা রকম মুখোশের আড়ালে সবাই ঢাকি ।
চারুকারু আরো কলা কলার নাই শেষ
সাতরঙে শোভাযাত্রা মঙ্গল যাত্রা বেশ ।
নাগর দোলায় চড়ে মনটা যায় উড়ে
বৈশাখী মেলায় নানা রকম ভাবনা ঘুরে।
শিশু থেকে বৃদ্ধ মেলায় সবাই আবদ্ধ
চলো যাই ঘুরে আসি তুমি আমি প্রসিদ্ধ।
লীলা খেলা চলে ঐ বৈশাখী মেলাতে
প্রাণে প্রাণে জাগরণ সেথায় সাজেরে ।
বৈশাখী ঝড়ে পড়ে মেলার আনন্দ পাড়ে
সজাগ হয়ে ও সবে পড়ে যাই ঝড়ে ।
বৈশাখের আনন্দ -ধারায় বৈশাখী মেলা
বছর ঘুরে আবার ফিরে এসো এটুকু বলা ।