
কোথায় তুমি এসেছ স্বাধীনতা? ভুখানাঙ্গাকৃষকের জীর্ণ কুড়ো ঘরে!
ডাষ্ঠবিনে অন্নকুড়ানো মানুষের কাছে?
অপেক্ষায় ছিল কচি লাউয়ের ডগার মত যে সবুজ কিশোরী স্বপ্নের আঁচল উড়িয়ে।
মিছিলে যাওয়া না ফেরা ছেলের মুখ ভুলতে চেয়েছে যারা, তুমি আসবে তাই।
অথচ তোমার নিষ্ঠুর বিমুখতায়
নির্বাক পাথর।
জালমের কালো হাতের দাপটে
কাঁপে জনপদ।
অট্টহাসির বিকট শব্দ ঢাকা পড়ে শুভলগ্নের গান।
যে নারী শুভ্র কফিনে ঢেকেছে নিজেকে,
এতিম অবুজ শিশু বুকে ধরা,আভাগীর জীর্ণ কুটিয়ে তুমি আসনি!
তোমার বিচরন কোথায়?
কোন মাতাল ভীলেনের
ইশারায় নটরানী শুধু।
তোমার নাচানোর উল্লাসে তৃপ্ত নরকের কিট দম্ভে দাপট চলে অস্ত্রের গর্জনে।
অন্ধগলিতে কাঁদে স্বপ্ন শিশু দিতে পারিনি তুকি এতটুকু বাঁচার আস্বাস ।
কোথায় তুমি এসেছ স্বাধীনতা!
কবে আসবে তুমি বঞ্চিত নিঃস্ব
মানুষের ঘরে?
( মোঃ আতাউর রহমান)