
খোকার আবদার
বিধান কুমার বিশ্বাস।
মা তুই যাচ্ছিস কোথায়?
আমায় নিয়ে যা,
আমি যে তোর ছোট্ট খোকা;
বুঝি আমায় ভয় করে না।
এই গহীন অরণ্যের পথে
তুই যাচ্ছিস হেলে মেলে
কোথায় নিবি আমায় কোলে, তাও নিচ্ছিস না!
মা তুই যাচ্ছিস কোথায়? আমায় নিয়ে যা।
ওই দেখো মা অরণ্যের মাঝে
জন্তু-জানোয়ার ডাকছে কত
ভয় করছে আমায় এত, তাও বুজচ্ছিস না;
মা তুই যাচ্ছিস কোথায়? আমায় নিয়ে যা।
মোর কমল পদযুগলখানা, কেটে সাড়া
সবুজ তৃনের কাঁটা শিরে;
তুই তাও বুচ্ছিস না!
মা তুই যাচ্ছিস কোথায়? আমায় কোলে নে না।
জানিস মা! যখন তুই নিয়ে কোলে
বুকে রাখবি আমায় আগলে
সকল ভয় তুচ্ছ করে, দু-হস্তে দেব ঠেলে;
যদি তুই মা একবার নিস কোলে।
দেখ মা! মোর আকুতিতে
সবুজ তৃণলতাও দোলে,
তুই যাচ্ছিস হেলে মেলে;
তাও বুজচ্ছিস না! আমায় কোলে নে না।।