রাজবাড়ী ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা :পরাস্ত হৃদয়

পরাস্ত হৃদয়
বিধান কুমার বিশ্বাস

আমি হারিয়েছি আজ হারিয়েছি
এক আনমনা খেয়ালে
যা ছিলো সঞ্চয়, সকল সংগ্রামে।

জন্ম হতে অদ্যবধি করেছি যতো যুদ্ধ
যা করেছিলুম জয়, সবি হয়েছে ক্ষয়
পরাস্ত হৃদয় আজ এক বিষাদ সিন্ধু।

শিক্ষা, দীক্ষা, কর্মে ছিলো না মোর মর্মে
তবুও যা করেছিলেম অর্জন বাস্তব সংগ্রামে
লুণ্ঠিত আজ ভূলুণ্ঠিত আজ নিজ ভুল কর্মে।

উদাসিত মন আজ হরিয়েছে শক্তি,
দীপ্তময় সূর্য আজ অস্ত্রমিতে মতি
আজ নতজানু শীরে বয় করুন পরিণতি।

ভুলে ছিলাম আমি এক সে চরম সত্য
সৃষ্টি’র সকল স্রষ্টার মাঝে রয় অধীনস্ত
মায়ার ছলে ভুলে, হে করুণাময়; বৃথাই ছিলেম মত্ত।

আজ ভাবি সর্বদা এ বিষাদ চিত্তে
কি পেলাম, কি হারালাম কি আছে সঞ্চয় অবশিষ্টে,
জীবন সঞ্চয়ে শূণ্য মোর, পাহাড় সম পা’প বিত্তে ।

সাড় পচে আজ গর্মা টুকু, আছে অবশিষ্টে
বিছাইতে পারিব কি মোরে, অন্যের হিতে
পূর্ণের সঞ্চয়ে না হয় এক নতুন সংগ্রামের আ’শে।

হারায়ে আজ লুটায়ে মোরে তোমারি শ্রীপদ্মে
নিজ ভুলের ক্ষমা চাই অধীনস্ত শীরে
ক্ষমা করো হে দয়াময় তোমা নিজ গুনে।

শূণ্য হস্তে এসেছি আবার, ফিরিব শূণ্য হস্তে
পূর্ণ হতে পাপ বেশি মোর, সকলি অর্জনে
পাবো কি নিস্তার, হে করুণাময় সে সঞ্চয় বিসর্জনে।

আজ এ দেহ গর্মার খেয়া তরী
পাড় হতে চায় ভব নদী
পারিব কি দিতে পারি, হে দয়াময়! বল আ’মোরে।

আমি হারিয়েছি আজ হারিয়েছি
এক আনমনা খেয়ালে
যা ছিলো সঞ্চয়, সকল সংগ্রামে

Tag :

কবিতা :পরাস্ত হৃদয়

প্রকাশিত : ১০:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

পরাস্ত হৃদয়
বিধান কুমার বিশ্বাস

আমি হারিয়েছি আজ হারিয়েছি
এক আনমনা খেয়ালে
যা ছিলো সঞ্চয়, সকল সংগ্রামে।

জন্ম হতে অদ্যবধি করেছি যতো যুদ্ধ
যা করেছিলুম জয়, সবি হয়েছে ক্ষয়
পরাস্ত হৃদয় আজ এক বিষাদ সিন্ধু।

শিক্ষা, দীক্ষা, কর্মে ছিলো না মোর মর্মে
তবুও যা করেছিলেম অর্জন বাস্তব সংগ্রামে
লুণ্ঠিত আজ ভূলুণ্ঠিত আজ নিজ ভুল কর্মে।

উদাসিত মন আজ হরিয়েছে শক্তি,
দীপ্তময় সূর্য আজ অস্ত্রমিতে মতি
আজ নতজানু শীরে বয় করুন পরিণতি।

ভুলে ছিলাম আমি এক সে চরম সত্য
সৃষ্টি’র সকল স্রষ্টার মাঝে রয় অধীনস্ত
মায়ার ছলে ভুলে, হে করুণাময়; বৃথাই ছিলেম মত্ত।

আজ ভাবি সর্বদা এ বিষাদ চিত্তে
কি পেলাম, কি হারালাম কি আছে সঞ্চয় অবশিষ্টে,
জীবন সঞ্চয়ে শূণ্য মোর, পাহাড় সম পা’প বিত্তে ।

সাড় পচে আজ গর্মা টুকু, আছে অবশিষ্টে
বিছাইতে পারিব কি মোরে, অন্যের হিতে
পূর্ণের সঞ্চয়ে না হয় এক নতুন সংগ্রামের আ’শে।

হারায়ে আজ লুটায়ে মোরে তোমারি শ্রীপদ্মে
নিজ ভুলের ক্ষমা চাই অধীনস্ত শীরে
ক্ষমা করো হে দয়াময় তোমা নিজ গুনে।

শূণ্য হস্তে এসেছি আবার, ফিরিব শূণ্য হস্তে
পূর্ণ হতে পাপ বেশি মোর, সকলি অর্জনে
পাবো কি নিস্তার, হে করুণাময় সে সঞ্চয় বিসর্জনে।

আজ এ দেহ গর্মার খেয়া তরী
পাড় হতে চায় ভব নদী
পারিব কি দিতে পারি, হে দয়াময়! বল আ’মোরে।

আমি হারিয়েছি আজ হারিয়েছি
এক আনমনা খেয়ালে
যা ছিলো সঞ্চয়, সকল সংগ্রামে