
কালুখালী থানা পুলিশের কর্ম তৎপরতায় মানুষিক প্রতিবন্ধি মোঃ রুবেল মন্ডল ওরফে মোয়া(২৬) হত্যাকান্ডের রহস্য উদঘাটন। পিতার হাতে পুত্র খুন, হত্যাকারী পিতা আসামী মোঃ খলিলুর রহমান গ্রেফতার।
গত ২৪/০৮/২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকার সময় কালুখালী থানাধীন মোহনপুর সাকিনস্থ রাজবাড়ী টু কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের দক্ষিণ পাশে জনৈক ধলু মন্ডল (৪২) এর ধান ক্ষেতের উত্তর পূর্ব কোনায় পানির মধ্যে মানুষিক প্রতিবদ্ধি মোঃ রুবেল মন্ডল ওরফে মোয়া(২৬), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-বোয়ালিয়া, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী এর মৃতদেহ পাওয়া যায়।
এ সংক্রান্তে ডিসিস্ট মোঃ রুবেল মন্ডল( মোয়ার) মামা মোঃ দেলোয়ার হোসেন (দিনু)(৫৯), পিতা-মোঃ ফজলুল সরদার, মাতা-মোছাঃ আদরী খাতুন, সাং-বোয়ালিয়া, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামী/আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে কালুখালী থানার মামলা নং-১৩, তাং-২৫/০৮/২০২৩, ধারা-৩০২/২০১/৩৪ রুজু করা হয়। হত্যা মামলাটি কালুখালী থানা পুলিশ নিবিড়ভাবে তদন্ত শুরু করে। উদ্ধর্ত্বন কর্তৃপক্ষের সার্বিক দিকনির্দেশনায় মামলার কালুখালী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১৬/০৯/২০২৩ খ্রিঃ ১০:০৫ ঘটিকার সময় ঢাকার জেলার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকা হতে হত্যাকান্ডে জড়িত আসামী মোঃ খলিলুর রহমান(৬৯), পিতা-মৃত তাছের মন্ডল, মাতা-মৃত হায়তন্নেছা বিবি , গ্রাম- বোয়ালিয়া, থানা- কালুখালী, জেলা -রাজবাড়ীকে গ্রেফতার করা হয়। আসামী মোঃ খলিলুর রহমান(৬৯) সম্পর্কে ডিসিস্ট মোঃ রুবেল মন্ডল (মোয়ার) পিতা হয়। মোঃ রুবেল মন্ডল (মোয়ার) জন্মের পর তার পিতা-মাতার বিবাহ বিচ্ছেদ হয়। ছোট বেলা থেকে মোঃ রুবেল মন্ডল (মোয়া) তার মামার বাড়ীতে বড় হয়।
আসামী মোঃ খলিলুর রহমান(৬৯)কে অদ্য-১৭/০৯/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামী বিজ্ঞ আদালতে নিজের ছেলেকে নিজেই প্রথমে 7up এর মধ্যে ঘোমের ঔষধ খাওয়ানোর পর অচেতন হয়ে পড়লে পরে তাকে শ্বাসরোধ করে হত্যা পানির মধ্যে ফেলে রাখার কথা স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।