
স্টাফ রিপোর্টার
গতকাল ২১ এপ্রিল সোমবার বিকাল ৫ ঘটিকায় রাজবাড়ী উদীচী মিলনায়তনে অগ্নিযুগের বিপ্লবী ব্রিটিশ বিরোধী সংগ্রামী মহান মুক্তিযুদ্ধের সংগঠক আশু ভরদ্বাজ এর ৩২ মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ভরে পালিত হয়। রাজবাড়ী উদীচীর আয়োজনে এই অনুষ্ঠান প্রথমে মহান সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাজবাড়ী উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত এবং বিপ্লবী ত্যাগী নেতার স্মরণে বক্তব্য রাখেন কমরেড আবদুস সামাদ, কমরেড আবুল কালাম,আব্দুস সাত্তার ,কমল কৃষ্ণ সরকার ,আজিজুল হাসান খোকা,ফকির শাহাদাত হোসেন, বীরেন্দ্রনাথ দাস, মিলন সিদ্দিকী ,সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এজাজ আহমেদ। বক্তাগণ বিপ্লবী কমরেডের জীবন কর্ম সংগ্রাম আদর্শ ত্যাগের অবদান নিয়ে বক্তব্য রাখেন। কিছু বক্তা রাজবাড়ীতে অবস্থানকালে এই বিপ্লবীর নেতার সাথে স্মৃতিচারণামূলক কথা ও ঘটনা তুলে ধরেন। অনুষ্ঠানে এই বিপ্লবী জীবন ও কর্মের উপর লিখিত প্রবন্ধ পাঠ করেন আব্দুল হালিম বাবু। এই বিপ্লবী কমরেড নেতা আশু ভরদ্বাজ ১৯২০ সালে একুশে ফেব্রুয়ারি বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ঊনশিয়া গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
আয়োজক সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ সদস্য সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরিশেষে শিল্পী আব্দুল জব্বার এর নেতৃত্বে সোমা কর্মকা,গৌতম বসু ,কাজী শামসুল ইসলাম, মলিনা পারভিন মলি, শিল্পীদের সমবেত কন্ঠে বিপ্লবী সংগীত পরিবেশিত হয়।
মিলন সিদ্দিকী,ধীরেন্দ্রনাথ দাস
একক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
