
স্নিগ্ধ সকাল
বিধান কুমার বিশ্বাস
এক স্নিগ্ধ সকাল পাখিদের কলরব
কুয়াশায় আচ্ছাদিত সবুজ তৃণের প্রান্তর
পূর্ব গগনে রক্তিম প্রভাকর উদিত হবার কালে।
বাড়ির মেয়েরা ঝাড়ু দেয় উঠান
বাচ্চারা যায় মক্তবে
পটলের জাংলায় কৃষক, ফুল পরাগায়নে।
বাহারি সবজি লয়ে মাথায় কৃষক চলে বাজারে
কেওবা দৌড়ায় শরীর চর্চায়, কেওবা সুগারে
ম্যাচাক ভেঙে পুরোহিত মশাই চলে প্রাতস্নানে।
কেওবা পূজিতে করুণাময়’কে, তুলিতেছে নানা ফুল
পুষ্পরেণুর পরাগ লয়ে মৌ, যখন; মধু সঞ্চয়ে ব্যাকুল
কেওবা খোদাতায়ালা, কেওবা হরি নামে আকুল।
কেও খাচ্ছে মুড়ি মুড়কী হাতে লয়ে থাল
কেওবা, লয়ে গরু লাঙ্গল চষিতেছে হাল
তখন রন্ধনালয়ের সম্বারের ঝাঁজে, বোধে বেজায় ঝাল।
কামলারা সব যাচ্ছে মাঠে, গেয়ে ভাটিয়ালি গান
গোড়ার পারে খাবার আশে ধেনু ডাকে সে বড্ডই ম্লান
কেওবা যেতে অফিস আদালতে সারিতেছে স্নান।
এ ভাবেই দিনের অগ্রভাগে নানা কর্মে বেশ
প্রাত হতে সন্ধ্যা, শত কাজে নাহি হয় শেষ
সে এক স্নিগ্ধ সকাল শুভ দিনের বেশ।।