
বালিয়াকান্দি প্রতিনিধি :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা বকচর সুইচগেট বাজারের ঘরের জমি মাপতে গিয়ে গ্রাম পুলিশ হাফিজুর রহমান খানের উপর অতর্কিতভাবে হামলা
মারধর করেন এবং একই এলাকার ওয়াটস চেয়ারম্যান ফাতো বেগমের উপর মারধর করেন বাদশা মোল্লা
জঙ্গল ইউনিয়নের দুনাইখালী গ্রামের মৃত আব্দুল
কাদের মন্ডলের ছেলে আব্দুল রাজ্জাক মন্ডলের জমি মাপঝোপ করার জন্য বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদে একাধিকবার জমি মাপার জন্য রাজ্জাক মন্ডল এবং বাদশা মোল্লার নামে একাধিকবার বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ করেন
সেটা কোন সারা শব্দ দেন না বাদশা মোল্লা
বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ থেকে জমি মেপে বুঝ করে দেওয়ার জন্য সরকারি আমিন এবং গ্রাম পুলিশ সুইজগেট বাজারে আসার পর বাদশা মোল্লা ওইটা দেখেই গ্রাম পুলিশ হাফিজুর রহমান খানের উপর অতর্কিতভাবে মারধর করেন এবং গ্রাম পুলিশের গায়ের যে পোশাকটি এবং বাদশা মোল্লা নিজ হাতে ছিঁড়ে ফেলেন
এ সময় এলাকাবাসী আরো জানান বাদশা মোল্লা তারা কয়েক ভাই মিলে সময় আর অসময় নেই যে কোন সময় যেকোনো মানুষের সঙ্গে বিনা কারণে মারামারি করেন এর একটা সঠিক বিচার হওয়া দরকার
এলাকাবাসী আরো জানান আমাদের মেম্বার রাজুর
নামে বাদশা মোল্লা মাঝে মাঝেই মিথ্যা অপবাদ দিয়ে মামলা দেন একজন মেম্বার জন প্রতিনিধি প্রত্যেকটা মানুষের কাছেই সে জান আর সেই মেম্বারের নামে মিথ্যা মামলা কিভাবে করে বাদশা মোল্লা এবং ওর ভাই সোয়াইভ হুজুর এদের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন যারা গ্রাম পুলিশের উপর বিনা কারণে অতর্কিতভাবে হামলা করে এবং মারধর করছে আর একজন সম্মানী তো মেম্বার তার নামে মিথ্যা মামলা দিয়েছে এদের সঠিক বিচার দাবি করি আমরা এলাকাবাসী
এ সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন আলম জানান আমার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পাঠিয়েছি আমার সেই গ্রাম পুলিশের উপরে কিভাবে বাদশা মোল্লা অতর্কিতভাবে মারধর করেন এর একটা সঠিক বিচার করার জন্য বালিয়াকান্দি থানা আমরা একটা মামলা করেছি বাদশা মোল্লার নামে
১৪-৭ ২০২৩ তারিখে বলিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাফিজুর রহমান খান
এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের কাছে একটি অভিযোগ করেন