রাজবাড়ী ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার সুশীল কুমার দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী জেলার স্থানীয় পত্রিকার সিনিয়র রিপোর্টার ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক সুশীল কুমার দাস (৪০) আর নেই। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও তার পরিবার গভীরভাবে শোহাহত।

রোববার (১৫ই জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বিকালে তার মৃতদেহ সজ্জনকান্দা রাজবাড়ী পাবলিক হেল্থ সংলগ্ন বাড়িতে নিয়ে আসা হয়। রাত ৮টায় রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় তার প্রিয় কর্মস্থল   ও পরিবারের পক্ষ থেকে, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি এবং পাংশা উপজেলা প্রেসক্লাবে পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

পরিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক সুশীল দাস গত ১৩ই জানুয়ারি শুক্রবার দিবাগত ভোররাতে স্টোক ও শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পরলে প্রথম তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পর শনিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল সেখানেই তিনি মৃত্যবরণ করেন। 

মৃত্যুকালে তিনি এক সন্তান, বাবা-মা ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন, সাপ্তাহিক সাহসী সময়, সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ, রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতি, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব,  প্রথম আলো বন্ধুসভা রাজবাড়ী পক্ষ থেকে শোক প্রকাশ ও তার বিদেহী আত্মা শান্তি কামনা করা হয়। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

Tag :

রাজবাড়ীর দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার সুশীল কুমার দাস আর নেই

প্রকাশিত : ০৮:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী জেলার স্থানীয় পত্রিকার সিনিয়র রিপোর্টার ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক সুশীল কুমার দাস (৪০) আর নেই। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ ও তার পরিবার গভীরভাবে শোহাহত।

রোববার (১৫ই জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বিকালে তার মৃতদেহ সজ্জনকান্দা রাজবাড়ী পাবলিক হেল্থ সংলগ্ন বাড়িতে নিয়ে আসা হয়। রাত ৮টায় রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় তার প্রিয় কর্মস্থল   ও পরিবারের পক্ষ থেকে, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি এবং পাংশা উপজেলা প্রেসক্লাবে পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

পরিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক সুশীল দাস গত ১৩ই জানুয়ারি শুক্রবার দিবাগত ভোররাতে স্টোক ও শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পরলে প্রথম তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পর শনিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল সেখানেই তিনি মৃত্যবরণ করেন। 

মৃত্যুকালে তিনি এক সন্তান, বাবা-মা ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন, সাপ্তাহিক সাহসী সময়, সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ, রাজবাড়ী জেলা টেলিভিশন সাংবাদিক সমিতি, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব,  প্রথম আলো বন্ধুসভা রাজবাড়ী পক্ষ থেকে শোক প্রকাশ ও তার বিদেহী আত্মা শান্তি কামনা করা হয়। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।