
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ওমর আলী মোল্লা পাড়া সংযোগ সড়কে মাটি টানা গাড়ির চাকায় পিষ্ট হয়ে দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র রিয়ান (১১) মৃত্যু ঘটেছে।
রোববার ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত রিয়ান(১১) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের তেনাপঁচা গ্রামের অটোরিকশা চালক রেজাউল করিমের বড় ছেলে।
জানাগেছে, আগামীকাল রিয়ান তার খালা বাড়ী ফকির পাড়া বাইসাইকেল যোগে বেড়াতে গিয়ে ছিলো। রিয়ান বেলা সাড়ে ১২টার দিকে বাইসাইকেল যোগে খালা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ওমর আলী মোল্লার পাড়া কলাবাগানের কাছাকাছি আসলে তার পিছন থেকে আসা দ্রুত গতির মাটি বহনকৃত গাড়ি বাইসাইকেটিকে ধাক্কা দিলে বাইসাইকেল থেকে সিটকে রাস্তায় পরে যায় রিয়ান। সেসময় মাটি টানা গাড়ির পিছনের একটি চাকা রিয়ানের মাথার উপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই রিয়ানের মৃত্যু হয়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত রিয়ানের বাবা মাকে খবর দেয়। এসময় মাটি টানা গাড়িটি পালিয়ে যায়।
রিয়ানের বাবা রেজাউল ও মা পারভীন বলেন, আমার ছেলে দৌলতদিয়া আনজুমান কাদেরিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। আমাদের কোল যে খালি করেছে আমরা তার কঠিন বিচার চাই। ছোট্ট রিয়ানের মৃত্যুতে এলাকাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।