
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর ও মানিকগঞ্জের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩ ঘন্টা ২০ ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
জানাগেছে, শনিবার ভোরে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ৬ টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কতৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৯টা ৫০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এসময় ফেরি বন্ধ থাকায় ঘাটের দুপ্রান্তে কয়েকশ পরিবহন ও পন্যবাহী ট্রাকের সিরিয়াল সৃষ্টি হয় ফলে যাত্রী ও যানবহনের চালকদের ভোগান্তিতে পরতে হয়।
বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো.সালাউদ্দিন বলেন, ঘনকুয়াশায় শনিবার ভোর ৬ টা ৩০ মিনিট থেকে সকাল ৯ টা ৫০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পূনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এই নৌরুটে বর্তমান ছোট-বড় মিলে মোট ১৩টি ফেরি চলাচল করছে।