রাজবাড়ী ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চোরাই মালসহ গ্রেফতার ৩

  • রাজবাড়ী সময় ডেস্ক
  • প্রকাশিত : ০৮:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাজবাড়ী সদর থানার পুলিশ বুধবার সকালে চোরাই মালামালসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাসিন্দা হেলাল শেখ, নুরুল ইসলাম বিশ্বাস ও বাদশা বিশ্বাস।

রাজবাড়ী সদর থানার এএসআই মো. জামাল মিয়া জানান, বুধবার সকালে ডিউটি শেষে ফেরার পথে সদর উপজেলার আলাদীপুর এলাকায় অবস্থিত রাজবাড়ী জুট মিলের কাছে এলে একটি ত্রিচক্রযানে দুজন লোক কিছু জিনিসপত্র তড়িঘরি করে নিয়ে যাচ্ছিল। তাদের দেখে থামার সংকেত দিলে একজন দৌড়ে পালিয়ে যায়।

গাড়িতে থাকা ব্যক্তিকে আটক এবং তার কাছে থাকা চোরাই মালামাল উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির তথ্যানুযায়ী আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, বাড়িতে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র। এব্যাপারে একটি মামলা হয়েছে। আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

চোরাই মালসহ গ্রেফতার ৩

প্রকাশিত : ০৮:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

রাজবাড়ী সদর থানার পুলিশ বুধবার সকালে চোরাই মালামালসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাসিন্দা হেলাল শেখ, নুরুল ইসলাম বিশ্বাস ও বাদশা বিশ্বাস।

রাজবাড়ী সদর থানার এএসআই মো. জামাল মিয়া জানান, বুধবার সকালে ডিউটি শেষে ফেরার পথে সদর উপজেলার আলাদীপুর এলাকায় অবস্থিত রাজবাড়ী জুট মিলের কাছে এলে একটি ত্রিচক্রযানে দুজন লোক কিছু জিনিসপত্র তড়িঘরি করে নিয়ে যাচ্ছিল। তাদের দেখে থামার সংকেত দিলে একজন দৌড়ে পালিয়ে যায়।

গাড়িতে থাকা ব্যক্তিকে আটক এবং তার কাছে থাকা চোরাই মালামাল উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির তথ্যানুযায়ী আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, বাড়িতে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র। এব্যাপারে একটি মামলা হয়েছে। আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।