রাজবাড়ী ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা যাত্রীরা

আশিক হাসান সীমান্ত ঢাকা :

সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে পথে হঠাৎ বন্ধ হয়ে গেল মেট্রোরেল চলাচল। ফলে ভেতরে আটকা পড়ে অসংখ্য যাত্রী। এছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরাও।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
তবে অন্য একটি সূত্র দাবি করছে, উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি ট্রেন চলাচল।

এ বিষয়ে ঢাকা ম‌্যাস র‌্যা‌পিড ট্রান‌জিট ডেভেলপ‌মেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসং‌যোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, এই মুহূর্তে সম্পূর্ণ মেট্রোরেল সার্ভিস বন্ধ আছে। সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে বিগত ২০ থেকে ২৫ মিনিট রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।

টিকিট শেষ, স্টেশন গেট তালাবদ্ধ
এর আগে, সকালে উত্তরার স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হয়েছে।

জানা যায়, মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাঁধে বিপত্তি। যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে। স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়। ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।

মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

Tag :

পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা যাত্রীরা

প্রকাশিত : ০১:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

আশিক হাসান সীমান্ত ঢাকা :

সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে পথে হঠাৎ বন্ধ হয়ে গেল মেট্রোরেল চলাচল। ফলে ভেতরে আটকা পড়ে অসংখ্য যাত্রী। এছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরাও।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
তবে অন্য একটি সূত্র দাবি করছে, উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি ট্রেন চলাচল।

এ বিষয়ে ঢাকা ম‌্যাস র‌্যা‌পিড ট্রান‌জিট ডেভেলপ‌মেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসং‌যোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, এই মুহূর্তে সম্পূর্ণ মেট্রোরেল সার্ভিস বন্ধ আছে। সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে বিগত ২০ থেকে ২৫ মিনিট রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।

টিকিট শেষ, স্টেশন গেট তালাবদ্ধ
এর আগে, সকালে উত্তরার স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হয়েছে।

জানা যায়, মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাঁধে বিপত্তি। যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে। স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়। ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।

মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।