রাজবাড়ী ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বান্ধবীর পাশে ৯৬ এর বন্ধুরা।

স্টাফ রিপোর্টার:

গতকাল ৩০ শে জানুয়ারী,২০২৪ রোজ মঙ্গলবার
রাজবাড়ী সদর
রামকান্তপুরে ৯৬ ব্যাচের এক বান্ধবির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ৯৬ সালে এস এস সি পাশের বন্ধুরা।
জানা যায় ৯৬ সালের এস এস সি পাশের এক বান্ধবি ( নাম না প্রকাশ করার শর্তে)
ছেলে সন্তানাদী নিয়ে দিনপাত জীবন যাপন করছে। উল্লেখ্য
রানা প্লাজা ধসের সময় তাহার স্বামী মারা যায়, এরপর থেকে অনেকের সহযোগিতা নিয়ে সংগ্রামীময় জীবন যাপন করছিল।
বর্তমান তাহার দুইটি ছেলের ভরন পোষণ লেখাপড়ার খরচ
সব মিলে তাহার অসহয়ত্ব জীবন পাড় করছে
,যাহা কারো নিকট প্রকাশ করার মত পরিস্হিতি নয়।

এমতাবস্হায় রাজবাড়ীর জেলার ৯৬ ব্যাচের বান্ধবি শারমিন রেজা বিষয়টি জানতে পারায় ততক্ষনাৎ সে ৯৬ বন্ধুদের অবগত করলে মাত্র ৩ ঘন্টার মধ্যে ৯৬ এর বন্ধুরা ২০০০০ বিশ হাজার টাকা ও দুই মাসের খাদ্য সামগ্রী তুলে দিতে সক্ষম হয়।
এমন মহতি উদ্দ্যগে অনেকটাই খুশি ও কুতজ্ঞতা জানিয়েছে এ বান্ধবি। সে বলে আমার বন্ধুরা আমাকে সহযোগিতা করায় আমি আনন্দিত, বন্ধুরা একজন বন্ধুর পাশে এভাবে এগিয়ে আসবে আমি ভাবতে পারি নি। আজ বন্ধুরা ভালোবেসে আমার পাশে এগিয়ে এসেছে তোদের আমি ভূলব না কোন দিন।

Tag :

বান্ধবীর পাশে ৯৬ এর বন্ধুরা।

প্রকাশিত : ১০:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

স্টাফ রিপোর্টার:

গতকাল ৩০ শে জানুয়ারী,২০২৪ রোজ মঙ্গলবার
রাজবাড়ী সদর
রামকান্তপুরে ৯৬ ব্যাচের এক বান্ধবির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ৯৬ সালে এস এস সি পাশের বন্ধুরা।
জানা যায় ৯৬ সালের এস এস সি পাশের এক বান্ধবি ( নাম না প্রকাশ করার শর্তে)
ছেলে সন্তানাদী নিয়ে দিনপাত জীবন যাপন করছে। উল্লেখ্য
রানা প্লাজা ধসের সময় তাহার স্বামী মারা যায়, এরপর থেকে অনেকের সহযোগিতা নিয়ে সংগ্রামীময় জীবন যাপন করছিল।
বর্তমান তাহার দুইটি ছেলের ভরন পোষণ লেখাপড়ার খরচ
সব মিলে তাহার অসহয়ত্ব জীবন পাড় করছে
,যাহা কারো নিকট প্রকাশ করার মত পরিস্হিতি নয়।

এমতাবস্হায় রাজবাড়ীর জেলার ৯৬ ব্যাচের বান্ধবি শারমিন রেজা বিষয়টি জানতে পারায় ততক্ষনাৎ সে ৯৬ বন্ধুদের অবগত করলে মাত্র ৩ ঘন্টার মধ্যে ৯৬ এর বন্ধুরা ২০০০০ বিশ হাজার টাকা ও দুই মাসের খাদ্য সামগ্রী তুলে দিতে সক্ষম হয়।
এমন মহতি উদ্দ্যগে অনেকটাই খুশি ও কুতজ্ঞতা জানিয়েছে এ বান্ধবি। সে বলে আমার বন্ধুরা আমাকে সহযোগিতা করায় আমি আনন্দিত, বন্ধুরা একজন বন্ধুর পাশে এভাবে এগিয়ে আসবে আমি ভাবতে পারি নি। আজ বন্ধুরা ভালোবেসে আমার পাশে এগিয়ে এসেছে তোদের আমি ভূলব না কোন দিন।