
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবস্থিত মধ্যপাড়া নূরানী ইসলামী কিন্ডার গার্টেন মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক পরিক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় মাদ্রাসা কক্ষে, মোঃ মাসুদুর রহমান (প্রধান শিক্ষক) নুরানী ইসলামি কিন্ডারগার্টেন মাদ্রাসা বালিয়াকান্দি,অভিভাবকদের মাঝে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,ও সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে, হাম- নাথ, গজল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ ইয়াকুব আলী ( কর্মকর্তা) ইসলামি ব্যাংক লিমিটেড বালিয়াকান্দি শাখা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,( অধ্যাক্ষ) শিবচর সরকারি কলেজ। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক, মোঃ ফরিদ শেখ, মাওলানা মোঃ জুবাইর, মোঃ উজ্জল, এছারা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমরা যারা এবার ভালো ফলাফল করেছো তাদের অভিনন্দন ও যারা তুলনামূলক ভালো ফলাফল করতে পারোনি তাদের জন্য শুভ কামনা রইল। তিনি এসময় সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা নিয়মিত মাদ্রাসায় আসবে, শিক্ষকদের কথা শুনবে এবং প্রতিদিনের শিক্ষকদের দেয়া পড়া বাড়ি থেকে করে আসবে। এবং শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজের পরামর্শ প্রদান করেন।