
নিজস্ব প্রতিবেদক :
আজ ২৪ ডিসেম্বর ইংল্যান্ড সময় সকাল ৯টা বাংলাদেশ সময় বেলা ৩ ঘটিকায় ডাঃ আবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা,ডাক্তার আবুল হোসেন, একটি নাসিং হোমে মৃত্য বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুর সংবাদে রাজবাড়ীতে সকল মহলে শোকের ছায়া নেমে আসে । অনেকদিন যাবত তিনি বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি লন্ডন প্রবাসী দুই সন্তান ডঃ নাজমুল হোসেন এবং ডাঃ নজরুল হোসেন, এবং দেশে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের লাশ দেশে এনে নিজ গ্রাম ভবদিয়ায় নিজের প্রতিষ্ঠিত পারিবারিক গ্রস্থানে দাফন করা হবে। মরহুমের লাস আনতে ১০-১২ দিন সময় লেগে যেতে পারে বলে পারিবারিক সূত্রে থেকে জানা যায়।মরহুমের স্ত্রী নুরজাহান বেগম গত ৮ এপ্রিল ২০২১ করোনা কালীন সময় মৃত্যুবরণ করেন। সে সময় প্লেন যোগাযোগ বন্ধ থাকায় তাকে দেশে আনা সম্ভব না হওয়ায় তাকে ইংল্যান্ডে সমাধিস্থ করা হয়।ডাক্তার আবুল হোসেন রাজবাড়ী জেলার ভবদিয়া গ্রামে ১৯৩০সালে ২০ নভেম্বর সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ভাই বোনদের মধ্যে একমাত্র সন্তান ছিলেন তিনি। বাবা আলহাজ্ব মোঃ আব্দুল করিম ছিলেন তৎকালীন বরাট ইউনিয়নের প্রেসিডেন্ট এবং জুড়ি বোডের সদস্য ছিলেন । রাজবাড়ীতে তিনি আবুল হোসেন কলেজ সহ মাদ্রাসা, হাইস্কুল,এতিমখানি গোরস্থান, মসজিদ,লাইব্রেরী, পোষ্ট অফিস ক্লাব বাবার নামে এম এ করিম ট্রাষ্ট, মায়ের নামে মাদ্রাসা,স্ত্রীর নামে নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরজাহান হোস্টেল সহ বহু সমাজ সেবা মুলক প্রতিষ্ঠা করে গেছেন। জীবদ্দশায় বহু গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ কেনার আর্থিক অনুদান।এতিম গরিব মেধাবীদের শিক্ষার জন্য শিক্ষাবৃত্তি। এবং গরিব এতিম মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহায়তার মাধ্যমে সমাজ সেবা তথা নেক কাজ করে গেছেন।