
নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় যৌন উত্তেজক ওষুধ সেবনের পর অসুস্থ্য হয়ে আ. সালাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে জামালপুর জেলা সদরের হরিবাড়ি গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় যৌন উত্তেজক ওষুধ সেবনের পর অসুস্থ্য হয়ে আ. সালাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে জামালপুর জেলা সদরের হরিবাড়ি গ্রামের মৃত কেসমত আলীর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনগত গভীর রাতে নিহত আ. সালাম দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন গাউছিয়া রাজশাহী আবাসিক বোডিংয়ে রাত্রি যাপনের জন্য ওঠেন। বৃহস্পতিবার ভোর রাতে তিনি অসুস্থ্যবোধ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এসময় তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণ বন্ধু বিশ্নাস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিহত ওই ব্যাক্তি দৌলতদিয়া যৌনপল্লী থেকে যৌনউত্তেজক ওষুধ সেবন করে আবাসিক বোডিংয়ে আসেন। এরপর তিনি বোডিংয়ে অবস্থানকালে অসুস্থ বোধ করেন এবং হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।