
স্টাফ রিপোর্টার ঃ
প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।
তিনি রাজবাড়ী-২ নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক হচ্ছে ঈগল।
এসময় নুরে আলম সিদ্দিকী হক বলেন, প্রতীক পাওয়ার পর থেকেই আমি নির্বাচনী প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। এতে রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী এলাকার নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত সাধারণ মানুষের ব্যাপক সারা পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর সর্বস্তরের মানুষ ঈগল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে ব্যবধানে আমাকে নির্বাচিত করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে । কারণ পাংশা বালিয়াকান্দি ও কালুখালীর আওয়ামীলীগের প্রকৃত নেতাকর্মীরা দীর্ঘ দিন দূর্বিসহ জীবন-যাপন করছেন। তাদের এই দূর্বিসহ জীবন থেকে রক্ষা করতে আপনাদের দোয়া, ও ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পাংশা বালিয়াকান্দি ও কালুখালীর উন্নয়ন করতে চাই।