
মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এই শীতের ঋতুতে সকল ফসলি জমিতে এখন হালী পিয়াজের চারা রোপনের আবাদ শুরু হয়েছে। কৃষক সকল ফসলের মধ্যে পেঁয়াজ চাষ করে অর্থনৈতিক চাহিদা মিটিয়ে থাকেন। তারা যেকারণে প্রতিদিন খুব সকালে পেঁয়াজের চারা রোপনের জন্য মাঠে নেমে পড়েন চাষিরা। সন্ধ্যা পর্যন্ত তারা মাঠে কাজ করেন। আবার অনেকেই রাতে পেঁয়াজের হালী উত্তোলন করে রাখে। বর্তমানে জমিতে সকাল হলেই দল বেধে পেঁয়াজ উৎপাদনের কাজে ব্যাস্ত সময় পার করছে চাষিরা। মাঠে গিয়ে সরজমিনে ঘুরে দেখা যায়, স্কুল / কলেজ পরিক্ষার ছুটি থাকায় স্কুল পড়ুয়া – ছেলেরা গ্রামের কৃষকের সাথে রাজবাড়ী র বালিয়াকান্দি ইউনিয়নের এলাকার মাঠে, খুব সকালে ঠান্ডা – কুয়াশা অপেক্ষা করে একএকটা জমিতে দুই জন করে লাঙ্গলা দিয়ে মাটি সরিয়ে দেয় তখন ২০-২৫ জন চাষিরা এক সারিতে বসে পেঁয়াজের হালী রোপন করেন। অন্যদিকে আরেক দল শ্রমিক পেঁয়াজের হালী উত্তোলন করে এনে দিচ্ছে। এতে করে শ্রমিকদের মধ্যে সহযোগিতা মনোভাব গড়ে উঠে ও প্রতিযোগিতার সাথে, পেঁয়াজ রোপন শেষ করে, এক সাথে সকল শ্রমিক কাজ শেষ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসে।