
রাজবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারী বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু।অদ্য ১৯ ডিসেম্বর রাজবাড়ীতে শ্রীপুর সার্কিট হাউজের সামনে বেলা ১১ টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারী বৃদ্ধ (৬০) রাস্তা পার হতে গেলে গরু বহনকারী নসিমন তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃদ্ধের বাড়ি খানখানাপুর ইউনিয়ন বলে জানাযায়। রাজবাড়ী উপজেলার শ্রীপুর সকল অফিস, মডেল মসজিদ, সোনালী এবং কৃষি ব্যাংক এর দুটি শাখা, সড়কটির দুই পাশ দিয়ে বসে সকাল বিকাল বাজার বসে এতে করে সড়কটি অত্যন্ত ব্যস্ত। সড়কটিতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।অথচ বাজারটির সড়কের নেই কোন স্পিড ব্রেকার। সড়কটিতে স্পিড ব্রেকার থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে স্থানীয়রা মনে করে। ইতিপূর্বে মিজানুর রহমান( মিজান) টি টি সড়ক দুর্ঘটনায় মারা গেলে স্থানীয়দের আন্দোলনের মুখে বাজারস্ত সড়কের স্পিড ব্রেকার দেয়া হয়। পরবর্তীতে রাস্তা প্রশস্ত করুন করার পর স্পিড ব্রেকার তুলে দেওয়া হয়। এ ব্যাপারে দূর্ঘটনা এড়াতে যথাযথ কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করবেন বলে স্থানীয়রা আশা প্রকাশ করে।