
প্রার্থীতা ফিরে পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন
……….নূরে আলম সিদ্দিকী হক
মোঃ ইমদাদুল হক রানা
প্রার্থিতা ফিরে পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকািন্দ)
আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নুরে আলম সিদ্দিকী হক। এরপর জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে প্রেসব্রিফিং করেন। এরই মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন তিনি।
এ সময় নুরে আলম সিদ্দিকী হক বলেন, ‘এক শতাংশ ভোটারের জমাকৃত সই ত্রুটিপূর্ণ থাকায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে আমি নির্বাচন কমিশনে আপিল করলে আপিল বিভাগ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করে। আমার মনোনয়নপত্র বৈধ হওয়ার মাধ্যমে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর সর্বস্তরের মানুষের বিজয় হয়েছে। বিজয়ের মাসে আমি আরেকটি বিজয়ের দেখা পেয়েছি। তাই সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া। নির্বাচনে অংশ নিতে আমার সব ধরনের প্রস্তুতি রয়েছে। জনগণ আমার সঙ্গে রয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।’