
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার
বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায়
রাজবাড়ী জেলা পর্যায়ে ৫জন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা
হয়েছে।
শনিবার(৯ ডিসেম্বর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর
অনুষ্ঠানের আয়োজন করে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
এসময় অর্থনৈনিক সাফল্যে লাইলা পারভিন খান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বিথী সেন, সমাজ উন্নয়নে মোছা: সাহানা বেগম, সফল জননী হিসেবে তরুলতা বিশ্বাস, নির্যাতনের বিভীষিকা থেকে উত্তরনে মোছা: আসমা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের
উপ-পরিচালক মো: আজমীর হোসেন।