
বালিয়াকান্দিতে স্কুলছাত্রীর আত্মহত্যা
মোঃ ইমদাদুল হক রানা
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা বহরপুর ইউনিয়নের বহরপুর দক্ষিণপাড়া গ্রামে ঘরের আড়ার সঙ্গে ওরনা পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে এক স্কুল ছাত্রী।
শনিবার ২ ডিসেম্বর সন্ধ্যা অনুমানিক সন্ধ্যা ৭ টার সময় মোসাম্মৎ সুলতানা আক্তার (১৬) পিতা মোঃ সুরুজ মুন্সী গ্রাম বহরপুর দক্ষিণপাড়া, ইউনিয়ন বহরপুর, থানা বালিয়াকান্দি জেলা রাজবাড়ী। বাড়ির চৌচালা বসত ঘরের বাশের আড়ার সাথে গলায় কাপড় পেচিয়ে আত্মহত্যা করে । ঘটনা স্থলে গেলে মৃতের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা জানায় সুলতানা বহরপু উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এসএসসি পরীক্ষার্থী। বিকালে মা, ভাবি একত্র খাওয়া-দাওয়া করে এবং মা ও ভাবি পাশের বাড়িতে কাজের জন্য যায়। বাড়িতে সুলতানা ও ভাতিজি মরিয়ম (৮) বাড়িতে ছিল। মাগরিবের নামাজের পর ভিকটিমের ভাবি ও মা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে। ডাকাডাকি করলেও দরজার না খোলায় ভাবি সাবিনা জানালা দিয়া তাকিয়ে দেখে আড়ার সাথে ঝুলে আছে ওরনা পেচিয়ে। ডাক চিৎকার করলে লোকজন এসে দরজা ভেঙ্গে ওরনা কেটে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি তবে হৃদয় ঘটিত ঘটনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।