
৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ
মোঃ ইমদাদুল হক রানা
আজ সকালে বাংলাদেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার ২ ডিসেম্বর সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
ইউএসজিএস জানিয়েছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১০ মাটির কিলোমিটার গভীরে।
চট্টগ্রাম, সিরাজগঞ্জ, নরসিংদী, সিলেট, খুলনা, চাঁদপুর, মাদারীপুর, রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, ফরিদপুর জেলা থেকেও কম্পনের খবর পাওয়া গেছে।