
দিনব্যাপী সাহিত্য উৎসব হয়ে গেল রাজবাড়ীতে –
কৃষ্ণ কুমার সরকার
স্টাফ রিপোর্টার
নানা আয়োজনে রাজবাড়ীতে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে কবি, লেখক, নাট্যকারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুক্রবার ( ১ ডিসেম্বর) সকাল সারে ১০ টার দিকে শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক আরিফ হায়দার।
আয়োজক কমিটির সূত্র জানায়, সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের উওরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক খোকন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক আরিফ হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, নুরুল হক আলম, সাবেক জেলার শিক্ষা অফিসার আজিজা খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান, কবি সালাম তাসির বিশ্বভরা প্রাণ রাজবাড়ী সভাপতি মোঃ আতাউর রহমান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, গন্যমান্য কবি,লেখক, নাট্য ও বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।
পড়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্য, কবিতা আবৃতি ও কবিদের কন্ঠে আবৃতি অনুষ্ঠিত হয়।