
কৃষ্ণ কুমার সরকার
স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার মৈইজদ্দিন মাতুব্বর পাড়া ( বিশ্বাস বাজার ) এলাকার বিশ্বাস বাড়ির ছেলে। মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের পিলারে ধাক্কা লেগে গতকাল ৩০ শে নভেম্বর বিকাল ৪ টায় মোটরসাইকেল চালক মোঃ বরকত বিশ্বাস ( ২৮) নিহত হয়েছেন। নিহত বরকত বিশ্বাস উপজেলা উজানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আলতাফ বিশ্বাসের ছেলে।
উজানচর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জানান, বিশ্বাস বাজারের পাশের এলাকায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে বরকত বিশ্বাস এর মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।