
দুই ভাই ও নেতাকর্মীদের ভালোবাসায় আনন্দের বন্যা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়।
কৃষ্ণ কুমার সরকার
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষনার পর রাজবাড়ী-১ আসনে নৌকা মনোনিত প্রার্থী কাজী।
কেরামত আলীর ঢাকা থেকে রাজবাড়ীতে এসেছেন।
বিকালে তিনি ঢাকা থেকে প্রথমে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছে হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন, ও গোয়ালন্দ, গোয়ালন্দ মোড় হয়ে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে আসেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগে কার্যলয়ে।
সন্ধ্যার পর তিনি রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসেন। সে সময় নৌকা প্রার্থী কাজী কেরামত আলীর মেজো ভাই কাজী ইরাদত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগে থেকেই অপেক্ষা করছিলেন। নৌকার মাঝি কাজী কেরামত আলী এসে পৌঁছালে ভাই কে বুকে জড়িয়ে ধরেন। ওই সময় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।
এ সময় এমপি কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতেমা চৈতী যুব মহিলা লীগের সভাপতি ও কাজী ইরাদত আলীর ছেলে কাজী রাকিবুল হোসেন শান্তুনুসহ জেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।