
ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে
বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী।
কৃষ্ণ কুমার সরকার
ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে, র্যালি ও মিলনমেলার মাধ্যমে দেশের বিভিন্ন জেলা/উপজেলায় ন্যায় রাজবাড়ীতে দিনব্যাপী পালিত হয়েছে বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী…
বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী শিল্পকলায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজবাড়ীর সুযোগ্য পুলিশ সুপার শ্রদ্ধেয় জি.এম.আবুল কালাম আজাদ স্যার।
জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস সহ
এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করে তোলেন । প্রধান অতিথি সাংবাদিক ও সংবাদ বিষয়ে রাজবাড়ী জেলার সবার ভূয়সী প্রশংসা করেন।
জন্মদিন উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কেটে সবার মাঝে পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।