
রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন
রাজবাড়ী প্রতিনিধি:
“পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
পড়ে সেখান থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এ সময় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ সুপার কার্যালয়ে এসে শেষ হয়।
এতে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, এছাড়া পাঁচ উপজেলার থানার সকল ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জরা সহ কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবুল হোসেন, জেলা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।