
খানখানাপুরে সূর্য তরুণ ক্লাব কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।
রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
রাজবাড়ীর সদর উপজেলার ঐতিহ্যবাহী খানখানাপুর ইউনিয়নের ১ নংওয়ার্ডের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সূর্য তরুণ ক্লাব আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(বৃহস্পতিবার ১৯ অক্টোবর ৩:৫৫ মিনিটে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলায় যেই দুটি দল অংশগ্রহণ করেন। রসুলপুর সূর্য তরুণ একাদশ বনাম – গোপীনাথপুর শ্রীপুর একাদশ (০) গোল রসুলপুর সূর্য তরুণ একাদশ (৩) গোলে বিজয় হয়েছেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, মোঃ শওকত হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখা রকিবুল হাসান পিয়াল,ভাইস চেয়ারম্যান সদর উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল,দারচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির আলী মোল্লা, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো: ফরাদ নান্নু খানখানাপুর ইউনিয়নের কৃতি সন্তান ও যুব সমাজের আইকন মো: আতিক আল আলম, মো: শাহিন শেখ, বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখা মো: জাহিদুল ইসলাম জাহিদ বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখা। খানখানাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল,সহ হাজার জনতার ঢল।
এই সময় রসুলপুর সূর্য তরুণ ক্লাব বিজয়ীদের রানার্সআপ ট্রফি তুলে দেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এ সময় তিনি বলেন মাদককে নির্মূল করতে সুষ্ঠ সমাজ গড়ে তুলতে খেলার কোন বিকল্প নেই। আসুন আমরা মাদককে না বলি খেলায় মন দেই ভবিষ্যতে আমি আশা করি এই রসুলপুর খেলোয়াড়রা আরও ভালো খেলবে
আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান, এবং খানখানাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ,