
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৪-০২-২০২৪ ইং বুধবার বিকাল ৩.৩০ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও পুরস্কার তুলে দেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
তিনি বলেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের উন্নয়নে রোল মডেল । শিক্ষা খাতে বিশাল বরাদ্দ দিয়ে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করে দিয়েছেন। কারণ শেখ হাসিনা সরকার সর্ব দিক দিয়ে উত্তম সরকার।
তিনি আরো বলেন, বিগত সরকারের সময় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এতো বড় বড় ভবন হয়নি। সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৭টি ভবন করে দিয়েছি। যে খানে দারিয়ে আমি সহ সবাই সে স্কুলের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আমরা শিক্ষার পরিবেশকে ভালো রাখার স্বার্থে সব সময় চেষ্টা করে থাকি। রাস্তা-ঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। এখন পড়াশোনার মান ভালো করতে হবে সবার।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুলঘর ইউনিয়ন এর চেয়ারম্যান , শেখ মোঃ ওয়াহিদুজ্জামান। উপজেলা আওয়ামী লীগের সদস্য, ও কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক, উপেন্দ্র নাথ রায়। রাজবাড়ী জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ ইয়াসির আরাফাত রামিম, আরও উপস্থিত ছিলেন কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ । পরিশেষে স্কুলেরের খেলা ধুলায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি মহোদয় গন।