
ইলিশ ধরা নিষেধাজ্ঞায়
রাজবাড়ীতে ৪৬৯৩ জেলে পেয়েছে ১১৭.৩৩ মেট্রিক টন ভিজিএফ চাউল
রাজবাড়ী প্রতিনিধি :
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ। এই ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ,পরিবহন,ক্রয়-বিক্রয়,মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
ইলিশ আহরণ নিষিদ্ধ থাকাকালীন সময়ে রাজবাড়ী জেলাধীন চার উপজেলার ৪৬৯৩ ( চার হাজার ছয়শত তিরানব্বই) টি জেলে পরিবারের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পরিবার প্রতি ২২ দিনের জন্য ২৫ কেজি হারে মোট ১১৭ দশমিক ৩৩ মেট্রিক টন চাউল দেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস অফিসের তথ্য অনুসারে, ২০২৩-২০২৪ অর্থ বছরে ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলায় ২ হাজার ৭৭টি, গোয়ালন্দ উপজেলায় ১ হাজার ৮২৮টি, পাংশা উপজেলায় ৩৭৭ টি এবং কালুখালী উপজেলায় ৪১৫টি ইলিশ আহরণে সম্পৃক্ত বরাদ্দপ্রাপ্ত জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল প্রদান করা হয়েছে।
রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ মেহেদী মাসুদ বলেন, মিজানপুর ইউনিয়নে পদ্মা নদীতে মাছ ধরে জিবিকা নির্বাহ করে এমন জেলের সংখ্যা অনেক। চলতি অর্থ বছরে নদীতে ইলিশ আহরণে বিরত থাকা তালিকাভূক্ত ৫০০ ( পাঁচ শত) টি জেলে পরিবারের মাঝে গত ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় জনপ্রতি ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ টুকু মিজি ও অনান্য ওয়ার্ড সদস্যবৃন্দ।
খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শরিফুর রহমান সোহান বলেন, গত ১২ অক্টোবর আমাদের খানগঞ্জ ইউনিয়নে ৩ শত জেলের মাঝে জন প্রতি ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা বলেন, গত ১৫ অক্টোবর আমার রতনদিয়া ইউনিয়নের তালিকাভূক্ত ইলিশ আহরণে বিরত থাকা ২৬০ জন জেলে কে জনপ্রতি ২৫ কেজি করে চাউল দেওয়া হয়েছে।
মিজানপুর ইউনিয়নের জেলে পলাই মন্ডল,মোঃ আক্কাস,সাকের কাজী,নবিন সরদার ও রতনদিয়া ইউনিয়নের জেলে তপন হালদার,হাবিব খা,জুয়েল সেখ,সামাদ সেখ বলেন, আমরা এই সরকারী নিষেধাজ্ঞার সময়ে নদীতে জাল ফেলে ইলিশ মাছ ধরি না। সরকারী ভাবে চাইল পেয়েছি। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।
রাজবাড়ী জেলা মৎস অফিসার মোঃ মশিউর রহমান জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ থাকাকালীন সময়ে রাজবাড়ী জেলাধীন চার উপজেলার ৪৬৯৩ ( চার হাজার ছয়শত তিরানব্বই) টি জেলে পরিবারের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পরিবার প্রতি ২২ দিনের জন্য ২৫ কেজি হারে মোট ১১৭ দশমিক ৩৩ মেট্রিক টন চাউল দেওয়া হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলায় ২ হাজার ৭৭টি, গোয়ালন্দ উপজেলায় ১ হাজার ৮২৮টি, পাংশা উপজেলায় ৩৭৭ টি এবং কালুখালী উপজেলায় ৪১৫টি ইলিশ আহরণে সম্পৃক্ত বরাদ্দপ্রাপ্ত জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল প্রদান করা হয়েছে।
মৎস অফিসার আরো জানান, গত ১২ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে সাড়ে ৪ কেজি ইলিশ ও ১২ হাজার ২০০ মিটার জাল জব্দ করা হয়েছে। রাজবাড়ীতে ৪টি উপজেলায় মৎস বিভাগের ৭টি টিমের এখন পর্যন্ত ৫২টি অভিযান পরিচালিত হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।