
বালিয়াকান্দিতে গণমাধ্যমকর্মী পরিচয়ে চাঁদা চাওয়ার অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সাবরেজিস্টার অফিসের স্ট্যাম্প ভেন্ডার মোঃ ইকরাম মোল্লার নিকট গণমাধ্যমকর্মী পরিচয়ে ২০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ গত ২৫ সেপ্টেম্বর সোমবার বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর পাওয়াগেছে।
থানায় দায়েরকৃত অভিযোগে জানাযায়, গত ২৫ সেপ্টেম্বর ১১ টার দিকে মোঃ রিয়াদ হোসেন রুবেল পিতা দিলু শেখ গ্রাম যদুরমোড় এবং মোঃ রুবেল মিয়া পিতা মৃত ইউছুপ হোসেন গ্রাম ইলিশকোল,সহ আরো ২/৩ জন বালিয়াকান্দি সাবরেজিস্টার কার্যালয়ের ষ্ট্যাম্প ভেন্ডার মোঃ ইকরাম মোল্লা পিতা মৃত হাবিবুর রহমান মোল্লার নিকট এসে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এতে ইকরাম মোল্লা চাঁদা দিতে অস্বীকার করায় তারা অতর্কীত ভাবে হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে। এসময় হামলাকারীরা আহত ষ্ট্যাম্প ভেন্ডারের নিকট থাকা ষ্ট্যাম্ ট্রেজারীর ২৪ হাজার ৫ শত ৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় পাশ্ববর্তী লোকজন এসে ইকরাম মোল্লাকে আহত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ইকরাম মোল্লা নিজে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেন। মামলা দায়ের হয়েছে কিনা বালিয়াকান্দি থানার সাব ইন্সপেক্টর মোঃ রাজিব হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি অভিযোগ আমরা পেয়েছি। যাচাই-বাছাই করে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ ঘর্টনায় অভিযোগকারী মোঃ রিয়াদ হোসেন রুবেল এর সাথে যোগাযোগ করলে সে দৈনিক রাজবাড়ী সময় কে জানান তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পন্ন মিথ্যা বানোয়াট তিনি আরো জানান এ ঘর্টনার বিরুদ্ধে অতি শীঘ্রই সংবাদ সম্মেলন করবেন।