
স্কাউটস রাজবাড়ী জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিলে সভাপতি হলেন-
জনাব, আবু কায়সার খান,জেলা প্রশাসক,রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
২৫ সেপ্টেম্বর সোমবার ২০২৩ খ্রি: রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভা ২০২৩।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী ও সভাপতি,বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভার।
বাংলাদেশে ১৯৭২ সালে স্কাউটিং শুরু হয় (যদিও এ অঞ্চলে পূর্ব থেকে স্কাউটিং চালু ছিল)। ১৯৭৪ সালে ১০৫ নং সদস্যদের হিসেবে বাংলাদেশ বিশ্ব সংস্থার স্বীকৃতি পায়। বাংলাদেশ জাতীয় স্কাউটস এর চিফ স্কাউট হলেন রাষ্ট্রপতি। একজন নির্বাচিত সভাপতি এবং প্রধান জাতীয় কমিশনার এটি পরিচালনা করে থাকেন। বাংলাদেশ স্কাউট ১২টি অঞ্চলে বিভক্ত, যার মধ্যে রোভার অঞ্চল একটি। কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং মুক্তদলসহ রোভার অঞ্চল গঠিত। উল্লেখ্য, বাংলাদেশে স্কাউটদের সংখ্যা প্রায় ১০ লাখ, যার মধ্যে ৪০ হাজার রোভার।
ব্যাডেন পাওয়েলের ভাষায় রোভার হচ্ছে মুক্তাঙ্গনে সেবার আদর্শে ভ্রাতৃত্ব। রোভারিং হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজ উন্নয়ন ও সেবার লক্ষ্যে আজীবন আত্মনিয়োগ। রোভারিং এমন একটি অভিজ্ঞতা যার মাধ্যমে সে সুনাগরিকত্ব অর্জন করে সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক কাজে অংশ নেয়।
কাউন্সিল সভায় আগামী তিন বছরের জন্য কাউন্সিলরদের সম্মতির প্রেক্ষিতে নতুন কমিটি গঠিত হয়:-
১.সভাপতি: আবু কায়সার খান,জেলা প্রশাসক,রাজবাড়ী
২.সিনিয়র সহ-সভাপতি: জনাব সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),রাজবাড়ী
৩.কমিশনার: প্রফেসর এ.কে.এম ইকরামুল করিম
৪.সম্পাদক: জনাব মো: আবদুর রশিদ মিঞা
৫.কোষাধ্যক্ষ: প্রফেসর মো: আইয়ুব আলী সরদার
৬.যুগ্ম-সম্পাদক: জনাব
মো: মোস্তাফিজুর রহমান
নির্বাচিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা