
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে জেলা বি এনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ সমাবেশ বের করা হয়। বিক্ষোভ শেষে কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতা কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদাজিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য অতি শিঘ্রই বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। আর বেগম খালেদা জিয়ার বিনা চিকিৎসায় এদেশে কিছু হলে তাহলে কেয়ামত হয়ে যাবে। আপনাদের সামান্য সমস্যা হলে আপনারা সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে দৌড়িয়ে যান। আর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা করতে বিদেশে যেতে এত ভয় কেন। আপনাদের নূন্যতম নৈতিক সাহস নাই। এ দেশে আপনাদের আর মানুষ ক্ষমতায় দেখতে চায়না। আপনাদের পতন হবে অচিরেই।
রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক অ্যডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির নেতা রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, জেলা স্বেচ্ছা সেবক দলের নেতা আব্দুল মালেক খান প্রমূখ।