
নিজস্ব প্রতিবেদক
গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৫ রানে হারাল ভারত। টসে হেরে আ্যাডিলেডে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে ছিল রোহিত শর্মা-কেএল রাহুলরা। তাসকিন আহমেদের বলে রান খরায় ভুগছিলেন এই দুই ওপেনার। যখন রোহিত শর্মা ২ রান করে ফিরে যান তখন বেশ চাপে ছিল ভারত। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে এসে এমনটাই জানালেন বিরাট কোহলি
কোহলি বলেন, ‘এটা বেশ কাছাকাছি একটা খেলা ছিল। ব্যাট হাতে ভালো দিন ছিল। আমি যখন ক্রিজে গিয়েছিলাম তখন কিছুটা চাপ ছিল। আমি চাইনি ছোট ছোট ভুলগুলো দ্বারা আটকে যেতে। আমি একটি সুখী জায়গায় আছি। আমি অতীতের সাথে তুলনা করতে চাই না।’
কোহলি যোগ করেন, ‘যখনই আমি জানলাম যে বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়, আমি কান থেকে কানে হাসছিলাম। ভালো ক্রিকেটিং শটই হবে চাবিকাঠি। এখানে আমি যা জানি তা হলো লাইনের মাধ্যমে আঘাত করা। যা আমি প্রতিটি ফরম্যাটে করি। এটা শুধু আমার জন্য একটি এক্সটেনশন। আমি এই মাঠে খেলতে ভালোবাসি। এটা অনুভব করি। আমি যখন অ্যাডিলেডে আসি, তখন আমি নিজেকে উপভোগ করতে চাই এবং ব্যাটিং চালিয়ে যেতে চাই।’
এর আগে বাংলাদেশ বোলারদের উপর ব্যাট হাতে রীতিমত তান্ডব চালিয়েছেন বিরাট কোহলি। ৪৪ বল মোকাবেলা করে ৮ চার এবং ১ ছক্কার সাহায্যে এই ব্যাটার ৬৪ রান করে অপরাজিত থাকেন।