
সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল চারটায় উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজুতুল্লাহ মৃধা ডাঙা ঈদগাহ মাঠে আয়োজিত সরকারের মত বিনিময় সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্বকরেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা,প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। রাজবাড়ী জেলা পরিষদের সাবেক প্রশাসক আকবর আলী মর্জি, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভা সাবেক মেয়র ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. নিজাম, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছু মন্ডল, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
বক্তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আহবান জানান।