
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই।
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ উদযাপন উপলক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুতি সংক্রান্ত সেমিনার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সাংসদ আলহাজ্ব কাজী কেরামত আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারসিন তারান্নুম হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্ডা ও বিভিন্ন প্রধান শিক্ষকগন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী এমপি সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন। এবং সরকারি উন্নয়ন ধরে রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার বিকল্প নেই বলে জানান। সভা শেষে তিনি বিভিন্ন স্কুলে ফাইল কেবিনেট, অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে শেলাই মেশিন ও নদী ভাঙন মানুষের মাঝে টিন বিতরণ করেন।