
রাজবাড়ীর রসুলপুরের অন্ধপীর মতিন নেছারী’র ইন্তেকাল, জানাজা সম্পন্ন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর দাওরায়ে হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা, রসুলপুরের পীর আলহাজ্ব মাওলানা আ. মতিন নেছারী মারা গেছেন। গত শনিবার দিবাগত রাত দেড়টার সময় তিনি নাটোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন) । আজ রবিবার বিকেল ৩ টায় রসুলপুর মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে কবরে সমাহিত করা হয়েছে।
জীবিতকালে তিনি কওমি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বোর্ড রাজবাড়ী জেলার সভাপতি, রাজবাড়ী জেলা কওমি মাদ্রাসা উলামা পরিষদের সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ছিলেন। জেলা ব্যাপী তিনি অন্ধ পীর নামে বেশি পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অনেক গুণগ্রহী রেখে গেছেন। উল্লেখ্য, এই গুণী অন্ধ পীর বরিশাল বিভাগের পিরোজপুরে জন্মস্থান করেন, তিনি বালিয়াকান্দি উপজেলা নবাবপুর ইউনিয়নে রসুলপুর বিবাহ সূত্রে বাড়ি করে বসবাস করেন, কিন্তু হজুর অন্ধ হওয়ায় প্রথম স্ত্রী তাকে ছেরে চলে যান, এরপর তিনি দ্বিতীয় বিবাহ করেন, এরপর হুজুর নাটোরের হাজরা পাড়া গ্রামে বাসা বাড়ি করেন, কারন হুজুর উত্তরবঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করেন এবং প্রোগ্রাম শেষ করে তিনি নাটোরের হাজরাপাড়া বাসায় ১০-১৫ দিন বিশ্রাম নিতেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও স্ত্রী সহ অনেক ভক্ত বৃন্দ রেখে গেছেন।